চিকিৎসা পরবর্তী সেবা -
আফটার-কেয়ার শব্দটি ব্যাবহৃত হয় প্রোগ্রাম পরবর্তী চিকিৎসা বোঝাতে। এটি একটি চলমান চিকিৎসা ব্যাবস্থা বা ফলো-আপ সেবা, যা প্রাথমিক পুনর্বাসন প্রোগ্রাম করার পরে করতে হয়।
যেভাবেই পরিচালনা করা হোক না কেন, প্রোগ্রাম পরবর্তী চিকিৎসা ব্যাবস্থার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য অভিন্ন হয়ে থাকে। যা হলো- আসক্তিতে ফিরে যাওয়া থেকে একজন সুস্থতাপ্রাপ্ত আসক্ত ব্যাক্তিকে সহায়তা করা।
আফটার-কেয়ার প্রোগ্রামে রয়েছে-
সুস্থতাপ্রাপ্ত আসক্ত ব্যাক্তিকে তার সুস্থতা ধরে রাখতে এবং পুনরায় মাদকের কাছে ফিরে না যেতে সার্বিক সহায়তা করা।
একজন সুস্থতাপ্রাপ্ত আসক্ত ব্যক্তির পুনরায় আসক্তিতে ফিরে যাবার কারণগুলো খুঁজে বের করে সেগুলো রোধ করতে সহায়তা করা।
পরিবার ও আশেপাশের মানুষের সাথে সুন্দর সম্পর্ক তৈরি করার মাধ্যমে স্বাভাবিক, পরিপূর্ণ জীবনে ফিরে যেতে ব্যক্তিকে সহায়তা করা।
দীর্ঘ সময় ধরে মাদক অপব্যাবহারের ফলে ব্যক্তির মস্তিষ্কের স্বাভাবিক কার্যকারীতা ব্যাহত হয়। যে কারণে, একজন সুস্থতাপ্রাপ্ত আসক্ত ব্যক্তির চিকিৎসা চালিয়ে যেতে হয়।
মাদক ব্যাবহার বন্ধ করার দীর্ঘ সময় পরেও আসক্ত ব্যক্তির মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা ফিরে আসে না। লম্বা সময় সুস্থতা চর্চার মাধ্যমে আবার স্বাভাবিক হয়।
আসক্তি রোগ একজন ব্যক্তির শরীরের সাথে সাথে চিন্তাভাবনা, অনুভূতি এবং আচরণকেও প্রভাবিত করে। যা মাদক ব্যাবহার বন্ধ করার পরেও অব্যাহত থাকে।
আসক্তির সাথে সংযুক্ত শারীরবৃত্তীয় পরিবর্তনগুলো, মানসিক এবং শারীরিক স্বাস্থ্য, উভয় ক্ষেত্রেই দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। এই প্রভাবগুলো একজন আসক্ত ব্যক্তির জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজনীয়তা নিশ্চিত করে।
মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলো মূলত দীর্ঘস্থায়ী সুস্থতাকে প্রাধান্য দিয়ে থাকে। তাই, প্রোগ্রামের আওতায় চিকিৎসা নেয়া একজন সুস্থতাপ্রাপ্ত আসক্ত ব্যক্তিকে, প্রোগ্রাম শেষে বাধানিষেধ ছাড়া স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অনুমতি দেয়ার সাথে কিছু পরামর্শ দেয়া হয়। আবাসিক প্রোগ্রাম শেষে, ব্যক্তির দীর্ঘস্থায়ী সুস্থতা নিশিত করতে আফটার-কেয়ার বা প্রোগ্রাম পরবর্তী চিকিৎসা অব্যাহত রাখতে বলা হয়ে থাকে।
প্রোগ্রাম পরবর্তী চিকিৎসার প্রকারভেদঃ
একজন সুস্থতাপ্রাপ্ত আসক্ত ব্যক্তিকে, প্রাথমিকভাবে মাদকাসক্তি চিকিৎসা প্রোগ্রাম শেষ করে, প্রোগ্রাম পরবর্তী চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়। ব্যক্তির পৃথক উপসর্গ, প্রয়োজনীয়তা এবং স্থিতির উপর নির্ভর করে, তার জন্য কি ধরনের প্রোগ্রাম পরবর্তী চিকিৎসা যথাযথ হবে।
সংযত আবাসঃ
যে সকল আসক্ত ব্যক্তি প্রাথমিকভাবে আবাসিক চিকিৎসা প্রোগ্রামের আওতায় চিকিৎসা শুরু করে-
সংযত আবাস তাদের জন্যই উপযুক্ত যাদের বাড়িতে থেকে সুস্থতা ধরে রাখার পরিস্থিতি ঝুঁকিপূর্ণ কিংবা ব্যক্তির সুস্থতাকে ধরে রাখার জন্য সমর্থনের ঘাটতি রয়েছে।
বিকল্প হিসেবে প্রোগ্রাম পরবর্তী চিকিৎসাঃ
থেরাপিউটিক কমিউনিটি – ৬ মাস – ১২ মাস পর্যন্ত চলমান কাঠামোগত প্রোগ্রাম
কর্মী এবং বাসিন্দারা সুস্থতা বজায় রাখতে একত্রে কাজ করে।
আসক্তির চিকিৎসা ব্যক্তির ধ্বংসাত্মক নিদর্শন এবং নেতিবাচক চিন্তা পরিবর্তন করতে সহায়তা করে। এই চিকিৎসা প্রোগ্রামে শিক্ষাগত, বৃত্তিমূলক এবং অন্যান্য সহায়তা দেয়া হয়ে থাকে।
সুস্থতাপ্রাপ্ত আসক্ত ব্যক্তির জন্য নিবসনঃ
একজন সুস্থতাপ্রাপ্ত আসক্ত ব্যক্তির জন্য তদারকির সুবিধাসহ থাকার ব্যাবস্থা প্রদান করা হয়।
স্বাস্থ্যঃ
চিকিৎসার আওতায় থাকা একজন সুস্থতাপ্রাপ্ত আসক্ত ব্যক্তিকে স্বাস্থ্য বিষয়ক পরিষেবাদি, তার আসক্তির লক্ষণগুলো কাটিয়ে উঠতে সহায়তা করে।
এই প্রক্রিয়াটি বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে –
মাদকাসক্তি এবং মানসিক স্বাস্থ্য মূল্যায়ণ
অ্যালকোহল এবং অন্যান্য মাদক দ্রব্য পরীক্ষার পাশাপাশি সংক্রামক রোগের পরীক্ষা করা।
আসক্তি এবং মানসিক স্বাস্থ্য চিকিৎসা পরিষেবা
আসক্তি এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কিত শিক্ষা
উদ্দেশ্যঃ
সুস্থতা যত বৃদ্ধি পাবে একজন আসক্ত ব্যক্তির লক্ষ্য তত দৃঢ়তার সাথে তৈরি হতে থাকবে। ব্যক্তি যখন দৈনন্দিন কাজ যেমন, পড়াশুনা, কাজ, পারিবারিক দায়িত্ব ইত্যাদির উদ্দেশ্য বুঝতে পারে, তখন তার জন্য নেশামুক্ত থাকা সহজ হয়।
দলঃ আফটার কেয়ার বা প্রোগ্রাম পরবর্তী চিকিৎসার দলগত দৃষ্টিভঙ্গির ফলস্বরূপ ব্যক্তির মাঝে আশা, ভালোলাগা ইত্যাদি ইতিবাচক অনুভূতি তৈরি হয়।
আফটার কেয়ার প্রোগ্রাম একজন আসক্ত ব্যক্তিকে যেভাবে সাহায্য করতে পারেঃ
নতুন সামাজিক নেটওয়ার্ক তৈরি
বর্তমান সম্পর্কগুলোর উন্নয়ন
স্বাস্থ্যকর সম্পর্কে জড়ানো
দলগত কাজে যোগদান
প্রাক্তন কর্মসূচীঃ
এটি ইনপেশেন্ট প্রোগ্রাম করার পরে সুস্থতাপ্রাপ্ত আসক্ত ব্যক্তি বা রিকোভারিদের জন্য। চ্যলেঞ্জেস চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র একজন সুস্থতাপ্রাপ্ত আসক্ত ব্যক্তিকে তার পরিচিত চিকিৎসক দল এবং রিহ্যাবে তৈরি করা সম্পর্কগুলোর সাথে যোগাযোগ রাখার সুযোগ দিয়ে থাকে।
প্রাক্তন কর্মসূচীর সদস্য হওয়ার ফলে, প্রোগ্রাম শেষ করার পরেও দীর্ঘস্থায়ীভাবে সুস্থতা ধরে রাখার প্রেরণা পাওয়া যায়।
চলমান থেরাপিঃ
চ্যলেঞ্জেস এর চলমান থেরাপি প্রোগ্রাম আমাদের দেশে ইন-হাউজ-ফলো-আপ হিসেবেও পরিচিত। মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন অনেক রোগীর সুস্থতা শুরু হয়ে থাকে ইন-পেশেন্ট প্রোগ্রামের মাধ্যমে। এই কাঠামোগত পরিবেশ ২৪ ঘন্টা পর্যবেক্ষণ ও তদারকি প্রদান করে থাকে, যা দৈনন্দিন জীবনের চাপ এড়িয়ে, ব্যক্তির শরীরকে ডিটক্সিফাই করতে এবং নিরাময়ে সহায়তা করে। ইন-পেশেন্ট প্রোগ্রাম শেষ করার পরে চিকিৎসক দল আরো নমনীয় বা স্বল্প কাঠামোগত অনাবাসিক রিহ্যাব কেন্দ্রে স্থানান্তরের পরামর্শ দিতে পারে। অনাবাসিক প্রোগ্রামে ব্যক্তি নিজ বাড়ীতে থেকে তার স্বাভাবিক জীবন যাপন করেও নির্ধারিত পরিষেবাগুলো যেমন, কাউন্সিলিং, গ্রুপের সহায়তা, ঔষধ পরিচালনা, ইত্যাদি গ্রহণ করা চালিয়ে যেতে পারে।